গুপ্তচর স্যাটেলাইট বিধ্বস্তকে ‘গুরুতর ব্যর্থতা’ বলছে উত্তর কোরিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » গুপ্তচর স্যাটেলাইট বিধ্বস্তকে ‘গুরুতর ব্যর্থতা’ বলছে উত্তর কোরিয়া
সোমবার, ১৯ জুন ২০২৩



গুপ্তচর স্যাটেলাইট বিধ্বস্তকে ‘গুরুতর ব্যর্থতা’ বলছে উত্তর কোরিয়া

মে মাসে ‘গুপ্তচর’ স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এ ঘটনাকে ‘গুরুতর ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ জুন) ও রোববার (১৮ জুন) উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কর্মকর্তা ও গবেষকদের ব্যর্থ সামরিক উপগ্রহ উৎক্ষেপণ নিয়ে আলোচনা হয়। স্যাটেলাইট উৎক্ষেপণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন বৈঠকে।

তবে প্রথম দফায় গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা।

মে মাসে দেশটির সরকার দাবি করে, উৎক্ষেপণের কিছুক্ষণ পর ত্রুটির কারণে স্যাটেলাইটটি সাগরে বিধ্বস্ত হয়। স্যাটেলাইট উৎক্ষেপণের খবরে সতর্ক অবস্থানে থাকে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান।

উত্তর কোরিয়ার এটি ষষ্ঠ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা ছিল। ২০১৬ সালে দেশটি প্রথমবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালায়। এতে সফল হলে এটাই হতো দেশটির প্রথম গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ।

এদিকে সিউল ও ওয়াশিংটনের হুমকি মোকাবিলায় নিজেদের নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্রের মজুত বৃদ্ধি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। তবে যেকোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের। পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই এ বছর রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি, যা নিয়ে অঞ্চলটিতে অস্থিরতা কয়েকগুণ বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:১২   ৪২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ