বলিউডে এক সময়ের সাড়া জাগানো ছবি ‘কহোনা পিয়ার হ্যায়’-এর মুখ্য চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও আমিশা প্যাটেল। সম্প্রতি তাদের এই ছবিটি মুক্তির ২৫ বছর পূর্তি হয়েছে। রজত জয়ন্তীর এই সেলিব্রেশনে এই ছবির নায়ক-নায়িকা হিসেবে মেতে উঠেছিলেন তারা।
১০ জানুয়ারি ২০০০ সালে ‘কহোনা পিয়ার হ্যায়’ যখন মুক্তি পায়, তখন রাতারাতি ভারতবর্ষের সেনসেশন হয়ে ওঠেন হৃতিক-আমিশা। বিশেষ করে ছবিতে হৃতিকের ডান্স মুভস এবং ধুন্ধুমার অ্যাকশন ভূয়সী প্রশংসা কুড়ায়।
সম্প্রতি ছবির শ্যুটিং নিয়ে এক সাক্ষাৎকারে অজানা তথ্য জানালেন অভিনেত্রী আমিশা প্যাটেল। কথা প্রসঙ্গে বলেন ক্লাইম্যাক্স সিনে ঘটে যাওয়া এক দুর্ঘটনার কথা। আমিশা বলেন, ‘হৃতিকের কোমর ভেঙে গিয়েছিল। আমরা যখন ক্লাইম্যাক্স শুট করছিলাম, যখন একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স শুট হচ্ছিল। সিনে হৃতিককে একটি বিশাল লাফ দিতে হতো এবং ও যখন সে ওই লাফটা দেয়, তখন আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ ঠিক সেই সময়ে হৃতিকের কোমর ভেঙে যায়, আমি ওই আওয়াজটা পর্যন্ত শুনেছিলাম। ও পড়ে যায় এবং ওর পিঠটা ভাঙে। মনে আছে, আমরা তাকে মধ্যরাতেই হাসপাতালে নিয়ে যাই।’
শুধু তাই নয় এই কোমর ভাঙার জন্য শ্যুটিং পিছিয়েও যায় ছয় মাস। আমিশা বলেন, ‘কহোনা পিয়ার হ্যায়’ ছয়মাস পিছিয়ে যায়, কারণ হৃতিক বিছানা থেকে উঠতেই পারেনি, বিশ্রামের প্রয়োজন ছিল। আমরা ফিরে আসি ছয়মাস পরে। রাকেশ কাকা একই সেটে শুরু করেছিলেন। অবশ্যই, এতে প্রচুর টাকাও খরচ হয়ে এবং আর্থিক ক্ষতিও হয়েছিল’।
‘কহোনা পিয়ার হ্যায়’ ছবিটি পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। শেষ মুহূর্তের দিকে নাকি আমিশাকে এই ছবিতে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩:২৭:৫৯ ১ বার পঠিত