প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না এলডিপি

প্রথম পাতা » ছবি গ্যালারি » প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না এলডিপি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না এলডিপি

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে, এ বৈঠকে অংশ নিচ্ছে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

এর আগে, গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকেই ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে, সেটিও জানানো হবে এ বৈঠকে।

বাংলাদেশ সময়: ১৩:২১:৩৫   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি
দিনাজপুরে সাঁওতাল সম্প্রদায়ের সপ্তাহব্যাপী সহরায় উৎসব শুরু
নাটোরে বিসিক উদ্যোক্তা মেলা শুরু
টেকনাফে আইস-ইয়াবা বোঝাই নৌকা জব্দ, রোহিঙ্গাসহ আটক ৬
১৭ বছর পর কারামুক্ত বাবর



আর্কাইভ