সংস্কারের নামে কালক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারি » সংস্কারের নামে কালক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: রিজভী
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



সংস্কারের নামে কালক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: রিজভী

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে রাজশাহীতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে, বাদানুবাদ, তর্ক বিতর্ক না করে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী নগরীর নওদাপাড়ায় মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, তারপরও অতি দ্রুত নির্বাচন নিশ্চিত করতে হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিল টাকার খনি। পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিল তাদের উদ্দেশ্য। শেখ হাসিনা কত বড় ভয়ংকর দুর্নীতিবাজ ছিল এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা বলেছিলেন; আওয়ামী লীগকে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। এটা ঠিক নয়। সবার আগে শেখ হাসিনাকেই কেনা হয়েছিল। তার মাথা কিনেছিল ভারত।

তিনি আরও বলেন, ভারত চেয়েছে তাদের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। সেটি হয়নি। তবে এখন এদেশ কীভাবে চলবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। বাইরের কোনো দেশ এটি নির্ধারণ করবে না।

দেশে বিপ্লবের এই পরিবর্তনে ভারত খুবই অসন্তুষ্ট উল্লেখ করে রিজভী বলেন, ভারত চায় বাংলাদেশে সংঘাত হোক, সহিংসতা হোক, সাম্প্রদায়িক দাঙ্গা হোক। সেটি হলেই তারা বাংলাদেশের পরিবর্তনের মুখে চুনকালি দিতে পারবে।

অনুষ্ঠানে আরে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতারা।

আলোচনা সভার পরে রুহুল কবির রিজভী দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর তিনি দুপুরে নগরীর গোলজারবাগ ঈদগাহ ময়দান, গুড়িপাড়ায় শীতবস্ত্র বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৪৮   ৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
কুয়েতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা



আর্কাইভ