‘ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বব্যাংক’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বব্যাংক’
মঙ্গলবার, ২ মে ২০২৩



‘ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বব্যাংক’

বিশ্বব্যাংক নিজেদের ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (০২ মে) দুপুরে সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন ফিরিয়ে নিয়ে ভুল করেছিল। সেই ভুল বুঝতে পেরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে তারা।

বিশ্বব্যাংক এর আগেও বিভিন্ন সহায়তা করতে চাইলেও বাংলাদেশ তা নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ সাহায্য করতে চাইলেই নিতে হবে সেটি নয়। কোন সাহায্য নেয়া হবে আর কোনটি নেয়া হবে না, সেই সিদ্ধান্ত নেয়ার সাহস এবং সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে।

বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন জানিয়েছে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

শ্রমিকের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের শ্রমিকের অধিকার ভুলুন্ঠিত করেছে বিএনপি। ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ না করার সংস্কৃতিও দেশে জিয়াউর রহমানই চালু করেছে।

নির্বাচনের বিষয়ে মন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে, অক্টোবরের মধ্যেই নির্বাচনের সিডিউল ঘোষণা করতে হবে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:০৬   ৫৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ