ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিষেকের আগে দেশটি শুক্রবার কলম্বিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন এক সীমান্ত অঞ্চলের গভর্নর। তিনি এই সিদ্ধান্তের পেছনে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের; অভিযোগ তুলেছেন।
কারাকাস থেকে এএফপি জানায়, তাচিরা অঞ্চলের গভর্নর ফ্রেডি বার্নাল বলেছেন, ‘আমাদের কাছে ভেনেজুয়েলাবাসীর শান্তি বিঘ্নিত করার জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের তথ্য রয়েছে… প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশনায় আমরা সোমবার সকাল পর্যন্ত কলম্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ রাখার আদেশ দিয়েছি।’
বাংলাদেশ সময়: ১৮:৩০:৫৬ ১ বার পঠিত