অবশেষে ২৩ সিনেমা হলে মুক্তি পেল নিষিদ্ধ থাকা সিনেমা ‘মেকআপ’

প্রথম পাতা » ছবি গ্যালারি » অবশেষে ২৩ সিনেমা হলে মুক্তি পেল নিষিদ্ধ থাকা সিনেমা ‘মেকআপ’
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



অবশেষে ২৩ সিনেমা হলে মুক্তি পেল নিষিদ্ধ থাকা সিনেমা ‘মেকআপ’

২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। যার কারণ হিসেবে দেখানো ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপন করা। মাস দুয়েক আগে মুক্তির অনুমতি চেয়ে এ ছবিটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়া হয়।

তিন বছর নিষিদ্ধ থাকার পর অবশেষে ‘মেকআপ’ ছবিটি শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেল। দেশের ২৩টি সিনেমা মুক্তি পেয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ গ্রেড’ পাওয়া এ ছবি।

ছোট-বড়, নারী-পুরুষ সবাই দেখতে পারবেন ‘মেকআপ’। পরিচালক মামুন বলেন, ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হবে না। প্রযোজক চাচ্ছেন ছবিটি দর্শক দেখুক। তাই শুক্রবার থেকে ২৩টি সিনেমা হলে চলছে মেকআপ।

লাইট ক্যামেরায় বন্দি শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়।

যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। চলচ্চিত্রটি তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সিনেমা হলে চলবে।

ছবিটিতে, চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

বাংলাদেশ সময়: ১৮:০৬:২৯   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মাদুরোর অভিষেকের আগে ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত বন্ধ : গভর্নর
সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার সম্ভব: আদিলুর রহমান
বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ
গঠনমূলক অগ্রগতি হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইইউ: কাল্লাস
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন ডা. জাহিদ



আর্কাইভ