বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্রধারী কারাগারে

প্রথম পাতা » চট্রগ্রাম » বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্রধারী কারাগারে
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্রধারী কারাগারে

নোয়াখালীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্রধারী ছত্তার আলীকে (৫৫) কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে কোম্পানীগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, অস্ত্রধারী ব্যক্তির অবস্থান সম্পর্কে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কোম্পানীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ অস্ত্রধারী ছত্তার আলীকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (৯ এমএম), একটি ম্যাগাজিন, একটি ছুরি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাসীদের আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগ্নেয়াস্ত্রসহ ছত্তার আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:০৩:০৫   ১ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্রধারী কারাগারে
রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন
কুমিল্লায় শীতার্তদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ
টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
দেশের কল্যাণে রাজনীতি করি, কারও সহযোগিতায় এমপি-মন্ত্রী হইনি: চরমোনাই পীর



আর্কাইভ