খালেদা জিয়াকে মাইনাস করার চক্রান্ত ছাত্র-জনতা সহ্য করবে না: মোস্তফা জামাল

প্রথম পাতা » ছবি গ্যালারি » খালেদা জিয়াকে মাইনাস করার চক্রান্ত ছাত্র-জনতা সহ্য করবে না: মোস্তফা জামাল
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



খালেদা জিয়াকে মাইনাস করার চক্রান্ত ছাত্র-জনতা সহ্য করবে না: মোস্তফা জামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তাকে মাইনাস করার চক্রান্ত দেশের ছাত্র-জনতা কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার কোনোকিছুই সমাধান করতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, সংস্কার করার যোগ্যতা এই সরকারের নেই। দেশের চলমান সংকট সমাধানে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানান তিনি।

আওয়ামী সরকারের সিন্ডিকেট ও দোসররা এখনও বাজার নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে দেশীয় পণ্য উৎপাদন ও নিত্যপণ্যের দাম কমাতে আহ্বান জানান ১২ দলীয় জোটের প্রধান।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৪   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব
জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে ভারত: রফিকুল আলম



আর্কাইভ