নাটোরে সিএনজি চালিত থ্রি হুইলারের সাথে অটো চার্জার রিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি (৪৬) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ছয় জন যাত্রী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে তিন জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাঝদিঘা থেকে ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা নাটোর শহরের দিকে আসছিলো। নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে ভ্যান ও রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিন যানবাহনের অন্তত সাত জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে অজ্ঞাত পরিচয় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:৩৪:৫৫ ১ বার পঠিত