ফায়ার ফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফায়ার ফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



ফায়ার ফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সচিবালয়ে অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে নয়নের বাবা মো. আক্তারুজ্জামানের হাতে ৫ লাখ টাকার অনুদান তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা।

এর আগে ২৬ ডিসেম্বর নিহত নয়নের পরিবারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনের বিশেষ টিমের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৫১   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া
পলিথিন বিরোধী অভিযান আরো জোরদার করা হবে : নাসির-উদ-দৌলা



আর্কাইভ