গোবিন্দর ৩৭ বছরের সংসারে ভাঙনের সুর!

প্রথম পাতা » ছবি গ্যালারি » গোবিন্দর ৩৭ বছরের সংসারে ভাঙনের সুর!
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



গোবিন্দর ৩৭ বছরের সংসারে ভাঙনের সুর!

বলিউডের কমেডি আর ড্যান্সিং স্টার বললে গোবিন্দর নামই সবার আগে আসে। বর্তমানে সেই আগের মতো আর কোমর দোলাতে দেখা যায় না তাকে। স্ত্রী-সন্তান নিয়ে বেশ ভালোই চলছিল অভিনেতার। কিন্তু হঠাৎই ছন্দপতনের ছায়া টের পাওয়া গেল তার স্ত্রী সুনীতা আহুজার কথাই। তাহলে কী এক ছাদের নিচে আর থাকছেন না তারা? সেই আভাস নিয়ে চর্চা বলিউড অন্দরে।

দাম্পত্য জীবনে দীর্ঘ ৩৭ বছরের পথচলা অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার। সুনীতার বয়স যখন ১৮ তখন গোবিন্দর গলায় মালা দিয়েছেলেন তিনি।

হিসাবের গড়মিল টের পাওয়া যায় সম্প্রতি সুনীতার এক সাক্ষাত্‍কারে। গোবিন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগামী জীবনে সে যেন আমার স্বামী না হয়।’

সেই সাক্ষাৎকারে সুনীতা আরও বলেন, ‘আমাদের দুটি বাড়ি আছে, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটি বাংলো রয়েছে। আমি এবং আমার সন্তানরা অ্যাপার্টমেন্টে থাকি, গোবিন্দ বাংলোয় থাকেন। সে যখন তার কাজের জন্য দেরি করে, তখন আমাদের দুজনের মধ্যে যোগাযোগ একটু কম হয়।’

তিনি আরও বলেন, ‘গোবিন্দ সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং তার রোম্যান্সের জন্য কোন সময় নেই। আমি তাকে বলেছি, ‘আগামী জীবনে যেন আমার স্বামী না হয়।’ সে কখনো ছুটিতে যায় না, আমি এমন একজন যে আমার স্বামীর সাথে রাস্তায় পানি-পুরি খেতে চাই, কিন্তু সে কখনোই তা করতে চায় না।’

সুনীতার ভাষায়, ‘আমরা ৩৭ বছর ধরে একসঙ্গে আছি, তবে এখন জানি না সে কীভাবে বদলে গেছে। তার বয়স ৬০ বছর পেরিয়ে গেছে, আর এখন সে বেশি কিছু করে না। আমি কিছুটা ভয় পেতে শুরু করেছি, কারণ তার বয়স বেড়ে গেছে এবং সে আগের মত কাজের মধ্যে ডুবে থাকে না। আগে মনে হতো, আমি নিরাপদ, কিন্তু এখন আমি জানি না। হয়তো তার বয়সের কারণে সে ভুল পথে চলে যাচ্ছে, কিন্তু আমি জানি না।” তবে বিচ্ছেদের কথা সরাসরি কিছু বলেননি সুনীতা।’

তবে তার সাক্ষাৎকারে বিচ্ছেদের সুর ভেসে বেড়াতে শুরু করে। নেটিজেনরা নানা জল্পনা খুঁজতে থাকে।

নব্বইয়ের দশকে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন গোবিন্দ। তার কমেডি, রোম্যান্স এবং নাচের অসাধারণ দক্ষতায় বলিউডের সেরার কাতারে জায়গা করে নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৪৬   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া
পলিথিন বিরোধী অভিযান আরো জোরদার করা হবে : নাসির-উদ-দৌলা



আর্কাইভ