রশিদ খানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় পেল আফগানরা

প্রথম পাতা » খেলা » রশিদ খানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় পেল আফগানরা
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



রশিদ খানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় পেল আফগানরা

বুলাওয়েতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের জয়ের জন‍্য চাই ৭৩ রান আর আফগানিস্তানের প্রয়োজন ২টি উইকেট। তবে শেষ দিনে আর কোনো রান যোগ করতে পারেনি জিম্বাবুয়ে। ৭২ রানে হেরেছে। আর জয়ে সিরিজ জিতেছে আফগানরা।

আফগানিস্তানের এই জয়ে দ্যুতি ছড়িয়েছেন লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিতে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স দেখান রশিদ খান। প্রথম ইনিংসে ৯৪ রানে তিনি ৪ উইকেট নিয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে রশিদ খান ম্যাচ সেরা হন।
টেস্টে রশিদের আগের সেরা বোলিংও ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২১ সালে আবুধাবিতে ১৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

প্রথম ইনিংসে আফগানিস্তান করেছিল ১৫৭ রান। জবাবে ২৪৩ রান করে ৮৬ রানের লিড নিয়ে চালকের আসনে চলে গিয়েছিলো জিম্বাবুয়ে।
সেই জায়গা থেকে রহমত শাহ ও ইসমত আলমের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান, করে ৩৬৩ রান।

২৭৮ রানের লক্ষ্যে আগের দিন ৮ উইকেটে ২০৫ রান নিয়ে থেমেছিলো জিম্বাবুয়ে। তবে কোনো রান যোগ না করেই তারা গুটিয়ে যায়।

চোটের কারণে প্রথম টেস্টে না খেললেও, দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের নায়ক রশিদ খান। সিরিজসেরাও রহমত শাহ।

বাংলাদেশ সময়: ১৬:১৩:১০   ১ বার পঠিত  




খেলা’র আরও খবর


রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা
রশিদ খানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় পেল আফগানরা
দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুরের বিপক্ষে সিলেটের রান পাহাড়
বড় জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরু নিউজিল্যান্ডের
ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া



আর্কাইভ