রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাতে দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন: মো. সাব্বির হোসেন (২১), মো. রাব্বি হাওলাদার (২০) ও মো. সবুজ হোসেন (২০)।

দারুসসালাম থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে–এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে টহলরত পুলিশদল সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তিন সদস্যকে গ্রেফতার করে।

সূত্র আরও জানায়, এ সময় তাদের সঙ্গে থাকা ৪-৫ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি স্কচটেপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে ওই স্থানে জড়ো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৪৮   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নাটোরে সিএনজি-ভ্যান-রিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫ জনের মৃত্যু
পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৭



আর্কাইভ