টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

প্রথম পাতা » চট্রগ্রাম » টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজার টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবদুর শুক্কুর (২১) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি, মিয়ানমারের মংডু টাউনশিপের নাফ ফোঁড়ার মৃত সালেহ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, নাফ নদী পার হয়ে বাংলাদেশের সীমানায় বস্তা কাঁধে নিয়ে দুজন জেলেপাড়ার দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। বিজিবির টহল দল সংকেত দিলে বস্তা ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুজন। তাদের মধ্যে একজন ধরা পড়েছেন। ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি মিয়ানমারের নাগরিক। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫৮   ৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
দেশের কল্যাণে রাজনীতি করি, কারও সহযোগিতায় এমপি-মন্ত্রী হইনি: চরমোনাই পীর
স্বাধীনতার নামে মিডিয়ার স্বেচ্ছাচারিতা গ্রহণযোগ্য নয় : জাতীয় প্রেসক্লাব সভাপতি
দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে: গণপূর্ত উপদেষ্টা
সিলেট ও কুমিল্লায় ভূমিকম্প



আর্কাইভ