পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারি » পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাই পীর
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫



পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাই পীর

পিআর (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম ছাড়া কোনো নির্বাচন এদেশে হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘আওয়ামীলীগ মূলত ভারতের সরকার ছিল, তারা ভারতের হয়ে কাজ করেছে। দেশের মানুষের জন্য কাজ করেনি। ২৪-এর গণঅভ্যুত্থানে রেশ এখনো কাটেনি, এমন অবস্থাতেও দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার অগোছালোভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের দায়িত্ব হলো তাদের সহযোগিতা করা ও পরামর্শ দেয়া।’

তিনি আরও বলেন, ‘বিগত ৫৩ বছরে কেউ দেশের প্রকৃত সেবা করতে পারেনি। ফ্যাসিস্টের দোসররা সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই ছোবল মারবে। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’

মুফতি রেজাউল করীম বলেন, ‘জনগণ ফ্যাসিস্টদের ক্ষমতায় বসতে দেবে না। যারা দেশপ্রেমিক রয়েছেন, তাদের বলতে চাই এ দেশটা আমাদের। যারা এ দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের ছেড়ে দেয়া যাবে না।’

বাংলাদেশ সময়: ১৭:১০:০১   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বড় জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরু নিউজিল্যান্ডের
সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৭১ শিক্ষার্থী বহিষ্কার
ভারতে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩
ভোলার ইলিশবাড়ি পর্যটকদের মিলন মেলা



আর্কাইভ