পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪



পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

অবৈধভাবে প্রবেশ করে আত্মগোপনে থাকার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের বালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মহসিন মণ্ডল। তার বাড়ি নওগাঁর পলিপাড়া গ্রামে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সে ভারতে প্রবেশ করেছিল। বিগত প্রায় এক সপ্তাহ ধরে বালুরঘাট এলাকার এক বাড়িতে আত্মগোপনে থেকেছিল সে। এই নিয়ে এ এলাকা থেকে এক সপ্তাহে তিন বাংলাদেশি গেপ্তার হয়।

এদিকে গ্রেপ্তার মহসিনকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মোক্তার মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে মহসিন কি উদ্দেশ্যে ভারতে এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৮   ৩২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
স্বাস্থ্য বিভাগের ১০ হাজার কর্মী ছাঁটাই করছেন ট্রাম্প ও মাস্ক
যুক্তরাজ্যে এবার দেখা গেলো পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রীকে
মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন



আর্কাইভ