১৯৯তম ম্যাচ জয় দিয়ে রাঙালেন রোনালদো

প্রথম পাতা » খেলা » ১৯৯তম ম্যাচ জয় দিয়ে রাঙালেন রোনালদো
রবিবার, ১৮ জুন ২০২৩



১৯৯তম ম্যাচ জয় দিয়ে রাঙালেন রোনালদো

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোর বাছাইপর্বে বসনিয়ার বিপক্ষে সেই ম্যাচে গোল না পেলেও জয় ঠিকই বাগিয়ে নিয়েছেন সিআর সেভেন। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে বসনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

ঘরের মাঠ লিসবনে পর্তুগালের গোলের খাতা খোলেন বার্নাদো ডি সিলভা। ৪৪তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে লিড এনে দেন এই মিডফিল্ডার। যদিও তার আগে জালের দেখা পান রোনালদো।

ব্রুনোর বাড়ানো ক্রস থেকে হেড করে বসনিয়ার জালে প্রথম হামলা চালান রোনালদো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় তার সেই গোল।

বিরতির পর ৭৭তম মিনিটে ব্যবধান বাড়ান ফার্নান্দেস। রুবেন নেভেসের ক্রস দুর্দান্ত এক হেডে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

যোগ করা অতিরিক্ত সময়ে বসনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বড় জয় নিশ্চিত করেন ফার্নান্দেস। জাতীয় দলের জার্সি গায়ে সেটি ছিল তার ১৫তম গোল। আর তাতেই বাছাইপর্বে টানা তৃতীয় জয় নিশ্চিত হয় পর্তুগালের।

ম্যাচ চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়ে সিআর সেভেনকে কোলে তুলে নেয়। তার সঙ্গে ‘সিউউ’ উদযাপন করেন পর্তুগিজ দলপতি। এমনকি ম্যাচ শেষে তার সঙ্গে দেখাও করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:০৩:৫৭   ৪৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ