চীনকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » চীনকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪



চীনকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

দেশের বিভিন্ন বিষয়ে চীনকে সঙ্গে নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগ’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য, জলবায়ু সংকট, রোহিঙ্গা সমস্যা, এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ কাজ করবে। এতে দুদেশের স্বার্থ নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, আগামীতেও ব্যবসা বাণিজ্য, তথ্য ও প্রযুক্তিসহ বাংলাদেশের সব উন্নয়ন অগ্রযাত্রায় চীন একসঙ্গে কাজ করে যাবে।’

বাংলাদেশ সময়: ১৩:৪৩:২১   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


লাখো মানুষের সই যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে
ময়মনসিংহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ৬ নেতা আহত
নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে: সেলিমা রহমান
শিল্পীর প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না : মিমি চক্রবর্তী
২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ



আর্কাইভ