আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না: বদিউল আলম

প্রথম পাতা » ছবি গ্যালারি » আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না: বদিউল আলম
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না: বদিউল আলম

আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নির্বাচন ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় বদিউল মজুমদার বলেন, ‘ইভিএম যেহেতু মেশিন সেখানে কারিগরি ত্রুটি থাকে। তাই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ইভিএম মেশিন আর ব্যবহার করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অতীতে যারাই নির্বাচনকে বিতর্কিত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তার জন্য সুপারিশ করবে এই সংস্কার কমিশন।’

প্রায় চার ঘণ্টাব্যাপী চলা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসরের প্রতিনিধিরা। যেখানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সবাই।

উক্ত সভার আলোচ্য বিষয়ে নির্বাচন কমিশনার কাছে সুপারিশ আকারে পেশ করবে সংস্কার কমিশন।

বাংলাদেশ সময়: ১৬:১২:২৮   ৩৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ