ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪



ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপি’র বিশেষ টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অবৈধ প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে চিনাকান্দি সীমান্তের ১২১০/৪-এস পিলারের কাছাকাছি, বাংলাদেশের অভ্যন্তরে জিগাতলা নামকস্থান থেকে এই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার শিলডোয়ার গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া (২৪), একই থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা মো. মোবারক হোসেন (২৫)।

তারা চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ১ লাখ ১ হাজার ১৮৭ টাকা উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির ঢাকা পোস্টকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৪৬   ৩১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ