লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২

প্রথম পাতা » চট্রগ্রাম » লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪



লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২

জেলায় ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মো. স্বপন ও অমিত হাসান রিপনকে গ্রেফতার করছে পুলিশ।

রোববার ভোররাত ৪ টার দিকে শহরের সমসেরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন নিষিদ্ধ সাবেক ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারী কলেজের সাধারন সম্পাদক ছিলেন। এছাড়া সাবেক পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়ার পিএস ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা, কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা-মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা স্বপনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে স্বপন কলেজ শিক্ষাথী সাদ আল আফনান হত্যা মামলার এজাহারভূক্ত আসামী ছিলেন । দুইজনকে দুপুর ১ টায় আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত এবং তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামী করা হয় ।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:১২   ১ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ