উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রথম পাতা » ছবি গ্যালারি » উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাজধানীর উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

আনোয়ারুল ইসলাম দোলন আরও বলেন, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তা নিয়ন্ত্রণে কাজ করে ১২টি ইউনিট। এ সময় সাতজনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস দল।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১৪   ২৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ