মুন্সীগঞ্জের গজারিয়ায় আলী আহমদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার টেংগারচরের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বাজারের প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে ভোরে সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আশপাশের বাড়িঘরের বাসিন্দারাসহ শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০:৫৮:১৯ ২ বার পঠিত