সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোখলেস মোল্লার ছেলে নাঈম (২৩) এবং একই উপজেলার শেখ শাহাদাত হোসেনের স্ত্রী সুমা আক্তার (২৪)।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি একটি চক্র অবৈধ অস্ত্রসহ নারায়ণগঞ্জের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজার ঢাকাগামী লেনে চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশিকালে তিশা পরিবহনের এক বাসে যাত্রীদের তল্লাশির সময় দুজনের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ সময়: ১৭:০৫:২৩   ৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ