জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানিয়েছেন, সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্মসচিব পর্যন্ত পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেয়া হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
কমিশন প্রধান জানান, ক্যাডার পরিবর্তনের ক্ষেত্রেও পরীক্ষার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
তিনি আরও জানান, নাগরিকদের পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করতে সুপারিশ করবে জনপ্রশাসন কমিশন।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪৮ ৬ বার পঠিত