নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এস এম আকরাম আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এস এম আকরাম আর নেই
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এস এম আকরাম আর নেই

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও উত্তরা ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আকরাম (৮৫) আর নেই।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এই এমপির মৃত্যুতে তার ভাতিজা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এস. এম আকরামের প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা নামাজ আগামীকাল মঙ্গলবার সকালে ১০ টায় নারায়ণগঞ্জের থানারপুকুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় জানাজা জোহর নামাজের পর নারায়ণগঞ্জের আলিনগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এস এম আকরাম সরকারি চাকরি ছেড়ে (অতিরিক্ত সচিব) ১৯৯৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির মনোনিত প্রার্থী আবুল কালামের কাছে পরাজিত হলেও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নিযুক্ত হন।২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের অন্য একটি আসন থেকে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও পরে এ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়।

৩০ অক্টোবর ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নির্বাচনে কাজ করেন। উপনির্বাচনে ২৫ মে ২০১৪ সালে উপনির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ে পরাজিত হন। এর পর নাগরিক ঐক্যে যোগদেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ২১:০৬:৫১   ৩০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ