আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে স্পীকারের অভিনন্দন

প্রথম পাতা » খেলা » আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে স্পীকারের অভিনন্দন
শনিবার, ১৭ জুন ২০২৩



আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে স্পীকারের অভিনন্দন

ঢাকা, ১৭ জুন ২০২৩,সচেতনবাংলাদেশ : একমাত্র টেস্টের সিরিজে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জয়ের পর ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ম ইনিংসে ৩৮২ রান করে। জবাবে আফগানিস্তান ১৪৬ রানে অল আউট হয়। ২য় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে জয়ের জন্য আফগানিস্তানকে ৬৬২ রানের টার্গেট দেয়। ২য় ইনিংসে সব উইকেট হারিয়ে আফগানরা ১১৫ রান করে। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত উভয় ইনিংসে এবং মমিনুল হক ২য় ইনিংসে শতরান করেন।

বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫০   ৫৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ