চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে বিশিষ্টজনরা।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রেহাইচরে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি এবং দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন।
পরে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ ছাড়াও, সোনামসজিদে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের আয়োজন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।
চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে তিনভাগে ভাগ করে আক্রমণ শুরু করেন।
লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন তিনি। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৪ ৫ বার পঠিত