১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে দিনাজপুর শহরকে মুক্ত করা হয়েছিল।
দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন বলেন, তৎকালীন ৭ নম্বর সেক্টরের চেয়ারম্যান অ্যাড. এম আব্দুর রহিম দিনাজপুর পাকিস্তানি বাহিনীর মুক্ত হওয়ার পর স্বাধীন বাংলাদেশে ১৯৭১-এর ১৮ ডিসেম্বর শহরে গোর-এ শহিদ বড় ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরুতেই মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে পড়ে। ৮ ডিসেম্বর চিরিরবন্দরে মুক্তিযোদ্ধারা ৫১ জন রাজাকারকে বন্দি করে।
১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা বিরলে পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে হামলা চালান। ১১ ডিসেম্বর বিরলে হানাদার বাহিনী হামলা চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করে চলে যায়।
১৩ ডিসেম্বর পাকিস্তানি সেনারা বিরলের ৪৪ জন নিরীহ মানুষকে হত্যা করে সৈয়দপুরের দিকে রওনা হয়।
১৪ ডিসেম্বর বিরল উপজেলার মঙ্গলপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিত্রবাহিনী যোগ দেয়। এরপর ওইদিনই হানাদারেরা কাঞ্চন নদীর রেলওয়ের লোহার ব্রিজ, ভুষিরবন্দর ব্রিজ, মোহনপুর ব্রিজ, দিনাজপুর টেলিফোন এক্সচেঞ্জ ভেঙে দেওয়াসহ অনেক ক্ষতি করে।
১৩ ডিসেম্বরে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের আক্রমণে কোণঠাসা হয়ে ওই মধ্যে রাতে পাকিস্তানি সেনারা সৈয়দপুরে চলে যায়। ১৪ ডিসেম্বরে সকালেই মুক্তিযোদ্ধারা উল্লাস করে দিনাজপুর মুক্ত ঘোষণায় পতাকা নিয়ে উৎসব মিছিল করেন।
দিনাজপুর জেলা সেক্টর কমান্ডার ফোরামের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, চারদিক থেকে মুক্তিযোদ্ধা আর মিত্রবাহিনী ১৪ ডিসেম্বর দিনাজপুর শহরের বাহাদার বাজারে এসে বিজয় উল্লাস করতে থাকেন। তবে আনুষ্ঠানিক ভাবে ১৮ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়েছিল। এরপর থেকে প্রশাসনিক কার্যক্রম চালু হয়েছিল।
দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং জেলা বিএনপি’র মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মকসেদ আলী মঙ্গলীয়া বলেন, দিনাজপুর সীমান্তবর্তী জেলা। মুক্তিযোদ্ধারা সেই সময়ে বিভিন্ন দিক দিয়ে দিনাজপুরে প্রবেশ করেন। কেউ আগে প্রবেশ করতে পেরেছেন, আবার কেউ প্রবেশ করতে পারেননি। প্রথম মুক্তি বাহিনীরা ১৪ ডিসেম্বর পাক বাহিনী মুক্ত করে শহরে প্রবেশ করায়, ১৪ ডিসেম্বর দিনাজপুর শত্রু মুক্ত হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা ১৪ ডিসেম্বর দিনাজপুর শহরে পাক বাহিনীকে বিতাড়িত করি মুক্তির স্লোগানে উল্লাস মিছিল করেছি। সেই থেকেই ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছেন।
আজ ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষে দিনাজপুরের চেহেলগাজীতে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে বাদ জোহর দোয়া করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:০৮:২৬ ৭ বার পঠিত