মোটরসাইকেল থেকে লাফিয়ে আসামির মৃত্যু, ৩ পুলিশ অবরুদ্ধ

প্রথম পাতা » খুলনা » মোটরসাইকেল থেকে লাফিয়ে আসামির মৃত্যু, ৩ পুলিশ অবরুদ্ধ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪



মোটরসাইকেল থেকে লাফিয়ে আসামির মৃত্যু, ৩ পুলিশ অবরুদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে লাফিয়ে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে রফিকুল ইসলাম দুদু (৪৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডিপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা থানা পুলিশের তিন সদস্যকে একটি দোকানে আটকে রাখেন।

নিহত রফিকুল ইসলাম দুদু চণ্ডিপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মণ্ডলের ছেলে। তিনি ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে রফিকুল ইসলাম দুদুকে ধরতে আসে থানা পুলিশ। এ সময় পুলিশের মোটরসাইকেল থেকে পালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে রফিকুল ইসলাম দুদুর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে এলাকাবাসী কয়েকজন পুলিশ সদস্যকে আটক করে রাখেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, পুলিশ দুদুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সে যেতে চাননি। এ জন্য পুলিশ তাকে মারধর করে মেরে ফেলেছে। এ হত্যার দায় পুলিশের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, দুদুকে রাত ৭টা ৩৮মিনিটে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘পালাতে গিয়ে আসামির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানা পুলিশের তিনজন সদস্যকে স্থানীয় লোকজন আটকে রেখেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানতে পারবো।’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা গেছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১১:০৩:৪৪   ১ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ