আ.লীগের চরিত্র বদলায়নি, এখনও ষড়যন্ত্র করছে: জামায়াতে আমির

প্রথম পাতা » ছবি গ্যালারি » আ.লীগের চরিত্র বদলায়নি, এখনও ষড়যন্ত্র করছে: জামায়াতে আমির
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪



আ.লীগের চরিত্র বদলায়নি, এখনও ষড়যন্ত্র করছে: জামায়াতে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি। তাই এখনও দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াতে আমির বলেন, দেশের মানুষের ওপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একইসঙ্গে তারা ও তাদের দোসররা বিদেশে বসে দেশের শান্তি-সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় জামায়াত ক্ষমতায় গেলে কী করবে, সে পরিকল্পনাও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াত বৈষম্যহীন রাষ্ট্র গড়বে। যেখানে অনিয়ম-দুর্নীতি কিংবা ঘুষ কোনো কিছুই থাকবে না। এটাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৫৪   ২৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ