অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ গুঞ্জন মিডিয়ায় তুমুল চর্চিত। বচ্চন পরিবারের গতিবিধিও অনুসরণ করতে শুরু করে নেটিজেনরা। সম্প্রতি দেখা যায় ঐশ্বরিয়াকে বচ্চন পদবি বাদ দিতে। এতে সেই চর্চা আরও বাড়তে থাকে। কিন্তু সেসবকে তুড়ি মেরে নতুন গুঞ্জন অভিষেক-ঐশ্বরিয়ার ২য় সন্তানের পরিকল্পনা।
গত মাসে ছিল তাদের কন্যা অরাধ্যর জন্মদিন। অনেকে ধারণা করেছিল মেয়ের জন্মদিনে অন্তত বাবা অভিষেকের অর্ন্তভূক্তি দরকার ছিল। কিন্তু গোপনে আরাধ্যর বিশেষ দিনে অভিষেক ঠিকই ছিলেন বলেই জানান দিয়েছে একটি ভিডিও।
তাছাড়া সদ্যই একটি বিয়ের অনুষ্ঠানে অভিষেক বচ্চনের সঙ্গে একসঙ্গে ছবি তুলেছেন ঐশ্বরিয়া। বিয়ে ভাঙার সমস্ত গুঞ্জন শেষ হয়ে গেছে তাদের ঝলমলে ছবিতে। বোঝাই যাচ্ছে, এই সকল গুঞ্জন, কথাবার্তা সবই রটনা।
একসঙ্গেই রয়েছেন তারকা দম্পতি। আর এবার কি ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করতে চলেছেন অভিষেক?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ক্লিপ। রীতেশ দেশমুখের একটি টক শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিষেক। রীতেশ সেই শোতে জানতে চান, ‘আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্য, অভিষেকের নাম ইংরেজি ‘এ’ দিয়ে শুরু, শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া।’
তারই জবাবে অভিষেক বলেন, ‘এটাই যেন প্রথা হয়ে গেছে।’ অভিষেককে রিতেশ প্রশ্ন করেন, ‘জয়া আন্টি কোনও দোষ করেছিলেন?’
অভিষেক বলেন, ‘পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো এই রীতি বদল হবে।’ রিতেশ পাল্টা জানতে চান, ‘তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে?’ অভিষেক প্রশ্ন শুনেই লাজুক হাসেন বলেন, ‘বয়সটা তো দেখতে হবে নাকি।’
চর্চিত এই দম্পতি সম্প্রতি মুম্বাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন। রং মিলিয়ে দুজন পোশাক পরেন। দুজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। সঙ্গে ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই। এদিন অভিষেক ও ঐশ্বরিয়াকে সবার সঙ্গে একসঙ্গে পোজ দিতেও দেখা যায় ক্যামেরার সামনে।
সব জল্পনার মাঝেও বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেত্রীর তকমা পেয়েছেন ঐশ্বরিয়া রায়। সেই খবর সামনে আসে গত ১৮ অক্টোবর। যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে এই খবর না শুনে অভিনেত্রীর অনুরাগীরা খুবই খুশি।
বাংলাদেশ সময়: ১২:০৮:০৮ ৫ বার পঠিত