‘ললিপপ নিয়ে বসে থাকব না’, কলকাতা দখলের হুঁশিয়ারির পাল্টা মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘ললিপপ নিয়ে বসে থাকব না’, কলকাতা দখলের হুঁশিয়ারির পাল্টা মমতা
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



‘ললিপপ নিয়ে বসে থাকব না’, কলকাতা দখলের হুঁশিয়ারির পাল্টা মমতা

বাংলাদেশ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা বলছেন, বাংলা, বিহার দখল করবেন, তাঁদের বলছি, ভালো থাকবেন। আপনাদের অত হিম্মত নেই। আমরা ললিপপ নিয়ে বসে থাকবো না। আমরা যথেষ্ট সক্রিয়। আমরা ধৈর্যর পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব।’

সম্প্রতি বাংলাদেশে ‘ভারত বিরোধী’ মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, চার দিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নেবে। নিজেকে বাংলাদেশ আর্মির প্রাক্তন মেজর বলে দাবি করে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ আরও এক ধাপ এগিয়ে বলেন, যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। এমনকী বাংলাদেশ থেকে এমন দাবিও আসছে, তারা এখন এমনই উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে, ভারত তাদের সামনে নাকি দাঁড়াতেই পারবে না। সোশ্যাল মিডিয়ায় এই সব খবর নিয়ে হাসির রোল উঠেছে। কটাক্ষের তিরে বিদ্ধ পদ্মাপারের দেশ।

এ দিন বিধানসভায় বাংলাদেশ নিয়ে সকলকে সংযত মন্তব্য করার অনুরোধও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, কেউ এমন কিছু যেন না করেন, যাতে হিংসা বাড়ে। সকলেই সংযত আচরণ করুন, বার্তা মমতার। একই সঙ্গে এ দিন আরও এক বার মমতা বুঝিয়ে দেন, কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনেই এগোবে রাজ্য। কারণ, এটা একেবারেই পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে। একই সঙ্গে মমতা বলেন, যাদের টাকা পয়সা আছে, তারা বিমানে চলে আসছে। কিন্তু গরিবদের, যাদের কিছু নেই, তারা আসতে পারছে না। বিএসএফকে জানাচ্ছে। তবে এই পরিস্থিতি নিয়ে এমন কোনও মন্তব্য নয়, যাতে প্ররোচনার সৃষ্টি হয়, বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর সোমবার দিল্লি-ঢাকার প্রথম বৈঠক। ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। পদ্মাপারে পালা বদলের পর এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক ভারত-বাংলাদেশের। বর্তমান পরিস্থিতিতে সকলেই সে দিকে তাকিয়ে। সেই আবহে তাৎপর্যপূর্ণ বার্তা মমতার।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০৪   ৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫



আর্কাইভ