টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে চেলসি, ফুলহ্যামের মাঠে আর্সেনালের হোঁচট

প্রথম পাতা » খেলা » টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে চেলসি, ফুলহ্যামের মাঠে আর্সেনালের হোঁচট
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে চেলসি, ফুলহ্যামের মাঠে আর্সেনালের হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে টটেনহ্যামকে হারিয়েছে চেলসি। রোববার (৮ ডিসেম্বর) তাদেরকে ৪-৩ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ব্লুজরা। দিনের আরেক ম্যাচে ফুলহ্যামের মাঠে ড্র করে তিনে নেমে গেছে আর্সেনাল।

ম্যাচের শুরুতে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল করে দারুণ কিছুরই আভাস দিয়েছিল টটেনহ্যাম হটস্পার। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নেয় চেলসি। দলের হয়ে জোড়া গোল করেন কোল পালমার।

ফুল-ব্যাক মার্ক ককুরেইয়ার হাস্যকর দুটি ভুলে ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়ে চেলসি। পঞ্চম মিনিটে ডোমিনিক সালাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি জালে বল পাঠান।

১৭তম মিনিটে কুকুরেইয়ার পাস ধরে বক্সের বাইরে থেকে জোরাল শটে একটি গোল শোধ করেন জেডন স্যানচো। প্রথমার্ধে আর কোনও গোল না হলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে একুয়েডরের মিডফিল্ডার মোইজে কাইসেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে চেলসিকে সমতায় ফেরান পালমার।

৭৩তম মিনিটে অকেনটা পালমারের অবদানেই এগিয়ে যায় চেলসি। দারুণ ড্রিবলে দুজনের বাধা এড়িয়ে তার নেওয়া শট রক্ষণে বাধা পায়, প্রতিপক্ষের পায়ে লেগে যাওয়া বল পেয়েই বুলেট গতির ভলিতে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। ১০ মিনিট পর আরেকটি পেনাল্টি পেয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন পালমার। এবার বক্সে তিনিই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় চেলসি।

২০২৪ সালে এই নিয়ে প্রিমিয়ার লিগে মোট ৩৮টি গোলে সরাসরি অবদান রাখলেন পালমার (২৫ গোল ও ১৩ অ্যাসিস্ট); প্রতিযোগিতার ইতিহাসে এক বছরের হিসেবে চেলসির কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ। এবারের লিগে এই নিয়ে ১১টি গোল করলেন ২২ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার। সাত মিনিট যোগ করা সময়ে আক্রমণের ঝড় তুলে শেষের আগের মিনিটে কেবল ব্যবধান একটু কমাতে পারেন সন হিউং-মিন।

দিনের আরেক ম্যাচে ফুল্যহ্যামের মাঠে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। রাউল হিমেনেসের গোলে পিছিয়ে পড়ার পর আর্সেনালকে সমতায় ফেরান উইলিয়াম সালিবা। লিগে টানা তিন জয়ের পর ফের পয়েন্ট হারাল আর্সেনাল।

লিগে টানা চতুর্থ জয়ে ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা লিভারপুল। চেলসির সমান ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল। তাদের সমান ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি। ষষ্ঠ হারের পর ২০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ১৬:০৩:১২   ৮ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ