বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে: এনবিআর

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে: এনবিআর
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে: এনবিআর

পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতায় রাখতে ও বাজারে স্বস্তি ফেরাতে খেজুর, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, ভোজ্যতেল ও চালে শুল্ক-কর ছাড় দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট সম্পর্কে সচেতনতা বাড়াতে ভ্যাট দিবস পালন করা হয়। এজন্য সোশ্যাল মিডিয়া, টিভি বিলবোর্ডে ভ্যাট সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে।’

দেশকে গড়তে রাজস্ব আদায়ের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, গত জুলাই অভ্যুত্থানে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়েছে। এরপর বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। এ পরিস্থিতিতে পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতায় রাখতে ও বাজারে স্বস্তি ফেরাতে খেজুর, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, ভোজ্যতেল ও চালে শুল্ক-কর ছাড় দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে।

নিত্যপণ্যে ছাড় দেয়ার পর পরই প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। তবে সব জায়গায় পুরোপুরি সুফল মেলনি। কিন্তু ডিম-আলুর বাজারে সুফল দেখা গেছে। তবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে দাম কমাতে পারছেন না বলে জানিয়েছেন ব্যবসায়রী। দাম কমাতে চেষ্টা চলমান রয়েছে।

দাম সহনীয় করতে সবাইকে সচেতন হতে হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বাজারে অনিয়মের প্রতিবাদ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকারের পাশাপাশি জনগণকেও আওয়াজ তুলতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২১   ৩৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গণঅভ্যুত্থানে শেরপুরের দুই শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি : তারেক রহমান
ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
ঈদে সার্বিক নিরাপত্তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান
চাঁদ দেখা গেছে : আগামীকাল পবিত্র ঈদুল ফিতর



আর্কাইভ