হেডের তাণ্ডবে ভারতের বিপক্ষে বড় লিড অস্ট্রেলিয়ার

প্রথম পাতা » খেলা » হেডের তাণ্ডবে ভারতের বিপক্ষে বড় লিড অস্ট্রেলিয়ার
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



হেডের তাণ্ডবে ভারতের বিপক্ষে বড় লিড অস্ট্রেলিয়ার

অ্যাডিলেড টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ট্রাভিস হেড। গোলাপি বলে তার দ্রুততম সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে শনিবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৩৩৭ রানে থেমেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। দলের হয়ে একাই ১৪০ রান করেন হেড। ১৪১ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো ছিল ১৭ চার ও ৪ ছক্কার মারে। ভারতের হয়ে সমান ৪টি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছিল ভারত। ফলে দুদলের প্রথম ইনিংস শেষে ১৫৭ রানে এগিয়ে আছে অজিরা।

আগের দিন ভারতকে একাই কাবু করেছিলেন পেসার মিচেল স্টার্ক। তার গতি আর সুইংয়ে পরাস্ত হয়েছেন ভারতের ৬ ব্যাটার। সতীর্থ প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড বাকি ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নীতিম কুমার রেড্ডি। এছাড়া লোকেশ রাহুল ৩৭ আর শুভমান গিল ৩১ রান করেন।

ভারতকে অলআউট করার পর ১ উইকেট হারিয়ে ৮৬ রানে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতেই তারা হারায় নাথান ম্যাকসুইনির উইকেট। ১০৯ বলে ৩৯ রানে থামেন তিনি। ক্রিজে নেমে ১১ বল মোকাবিলায় ২ রান করে আউট হন স্টিভ স্মিথ। তবে ফিফটি হাঁকিয়ে নেন গত দিন অপরাজিত থাকা মার্নাস লাবুশেন। ১২৬ বলে ৯ চারের মারে ৬৪ রান করেন তিনি। এরপর দৃশ্যপটে হাজির হন হেড। একাই ক্রিজের আধিপত্য নিয়ে ভারতীয় বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনি।

গোলাপি বলের টেস্টে দ্রুততম শতরান তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। ১১১ বল মোকাবিলায় ১০ চার ও ৩ ছক্কার সাজায্যে সেঞ্চুরি হাঁকান তিনি। গোলাপি বলে এর আগে দ্রুততম রেকর্ডটি ছিল তার। ২০২২ সালে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। হেডকে শেষ পর্যন্ত থামান মোহাম্মদ সিরাজ। ততক্ষণে আরও ৭টি চার ও ১টি ছক্কা যোগ হয় তার নামের পাশে। অস্ট্রেলিয়াও পেয়ে যায় বড় লিড। তার পরের ব্যাটাররা তেমন একটা জ্বলে উঠতে পারেননি। তাই ৩৩৭ রানেই থামতে হয় স্বাগতিকদের।

এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করেছে ভারত। লক্ষ্য নির্ধারণের পথে এখনো ১১১ রানে পিছিয়ে আছে তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫৮   ৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ