সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির অবিযোগে দুই কারারক্ষীকে আটক করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) পুলিশের বিশেষ শাখা ( ডিএসবি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন: ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মামুন চৌধুরী (২৮) ও ভাউটিয়া গ্রামের ডব্লিউ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস (২৯)। তারা উভয়ই সাতক্ষীরা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশ পরিচয়ে সদর থানার রাজনগর গ্রামের গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের উপর এক মাদক কারবারিকে আটক করেন দুই কারারক্ষী। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে অবৈধ অর্থ লাভের উদ্দেশে সেখানে অবস্থান করেন। গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জেলা গোয়েন্দা পুলিশকে খবর দেয়। পরবর্তীকালে পুলিশ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
তখন গোয়েন্দা পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে তাদের নিয়ে তাদের কাছে থাকা এক জোড়া হ্যান্ডকাফ ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নেয়া হয়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৩:৪২:৪৩ ৫ বার পঠিত