বিয়ে করলেন অভিনেত্রী পায়েল

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিয়ে করলেন অভিনেত্রী পায়েল
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



বিয়ে করলেন অভিনেত্রী পায়েল

গত বছর জুন মাসে পাঞ্জাবি বয়ফ্রেন্ডের সঙ্গে বাগদান করেছিলেন ‘রাঙা বউ’ ও ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক খ্যাত নাটকের অভিনেত্রী পায়েল দেব। এদিকে পাঞ্জাবি পোশাক ব্যবসায়ী শিখর টন্ডনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পায়েল।

লাল বেনারসি, সোনার অলংকারে নববধূ রূপে নিটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী। পায়েল বেনারসির সঙ্গে পরেছিলেন মানানসই সোনার ভারী গয়না। তবে বর বেছে নিয়েছিলেন পাঞ্জাবি সাজ।

ঘিয়ে রঙের শেরোয়ানি, পায়ে সাদা জুতো এবং মাথায় পাগড়ি— এমনই ছিল শিখরের সাজ। যদিও লগ্নের সময় বাঙালি বরের পোশাকেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। গায়েহলুদ অনুষ্ঠানের জন্য পায়েল বেছে নিয়েছিলেন হলুদ রঙের লেহেঙ্গা এবং ফুলের গয়না। চোখে ছিল নজরকাড়া পাথরখচিত রোদচশমা।

শিখরের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কোভিড কাল অনেকের কাছে অভিশপ্ত। কিন্তু আমার কাছে আশীর্বাদস্বরূপ। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিখরের সঙ্গে পরিচয় হয়েছে। সম্পর্কে জড়ানোর আগে যাচাই করে নিয়েছিলাম। ভাল করে মিশেছি। আমার মা-বাবারও ওকে পছন্দ হয়েছে। তারপর বিয়েতে রাজি হয়েছি।’

পায়েল জানান, বরাবরই ভিন্ন সংস্কৃতির মানুষকে সঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন তিনি। বিশেষ করে পাঞ্জাবি ছেলেকেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে পায়েলের স্বামীর জন্ম কলকাতাতেই। স্পষ্ট বাংলাও বলতে পারেন তিনি।

উল্লেখ্য, পায়েলের বিয়েতে টলিপাড়ার অনেকেই উপস্থিত ছিল। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ রয়েছে পায়েলের। তৃণমূলের সদস্য হিসেবেও পরিচিত তিনি। কিছু নির্বাচনী প্রচারেও দেখা গেছে। পায়েলের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৪২   ৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ