আমরা প্রতিবেশীসুলভ অবস্থান বজায় রাখতে চাই: ডা. জাহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারি » আমরা প্রতিবেশীসুলভ অবস্থান বজায় রাখতে চাই: ডা. জাহিদ হোসেন
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



আমরা প্রতিবেশীসুলভ অবস্থান বজায় রাখতে চাই: ডা. জাহিদ হোসেন

ভারতের সঙ্গে প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে বাংলাহিলি পাইলট আ্যন্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ঈমাম, মোয়াজ্জেম, এতিমখানার মুহতামিম ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় এই কথা জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তখনই যদি আপনি আমাকে সন্মান করেন আমিও আপনাকে সন্মান করবো। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই আমি আপনার প্রজা আর আপনি আমার রাজা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভারতের কোনো মানুষের সঙ্গে শত্রুতামি নেই। আমরা বাংলাদেশি, তোমরা ভারতীয়। আমরা মিলেমিশে এই ভুখণ্ডে থাকতে চাই। ভারতীয় যেসব শাসকরা আজকে বিভিন্ন উল্টা পাল্টা কথা বলতেছেন তাদের বুঝতে হবে। আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন আপনাদের দেশে সংখ্যালঘুদের কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশে সবাই আমরা মিলেমিশে বসবাস করছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।’

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬:১২:০৯   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ