মাগুরায় প্রতিবন্ধী দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » মাগুরায় প্রতিবন্ধী দিবস পালিত
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



মাগুরায় প্রতিবন্ধী দিবস পালিত

‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’এই প্রতিপাদ্য নিয়ে জেলায় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা সদর উপজেলা ও পৌরসভার ২৩ জন প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। উপকরণের মধ্যে রয়েছে ২০টি হুইল চেয়ার, ২টি টয়লেট চেয়ার ও ১টি ট্রাইসাইকেল।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো.জাহিদুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা মো.জিল্লুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৩০   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ