মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলি করে সাহিদা ইসলাম রাফা (২৪) হত্যার ঘটনায় তার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (৩০) গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী দুপুরে ঢাকার কেরানীগঞ্জের তারানগরের একটি নালা থেকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শ্রীনগরের দোগাছি এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পরপর ৫টি গুলি করে হত্যা করে সাহিদাকে।
পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে তৌহিদ জানান, বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তারা দুজনই রাতে ঢাকার ওয়ারী থেকে বেরিয়ে মাওয়ায় ঘুরতে আসেন। ভোরে দুজনের মধ্যে ঝগড়া বাধে।
শনিবার সকালেই শাহিদার মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় স্বজনরা তার মরদেহ সনাক্ত করে। পরে রোববার সাহিদার মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। ময়নাতদন্তের পর রোববার দিবাগত রাতে রাফাকে গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার বরিযান বেগুনবাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:২৩:০৮ ১১ বার পঠিত