অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে: সারজিস আলম

প্রথম পাতা » ছবি গ্যালারি » অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে: সারজিস আলম
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে: সারজিস আলম

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শকুনের নজর এখনও যায়নি, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। তারা অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা করছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন।

তিনি বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুলি করার ভিডিও ফুটেজ, ছবি আছে। তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, বেঁচে থাকলে শহিদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেব না।

অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩০:২১   ৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ