সপ্তাহ কয়েক আগেই খবর আসে, বাবা হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো। ৮৩ বছর বয়সে সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই চারদিকে শোরগোল পড়ে যায়। অবশেষে চতুর্থবারের মতো পিতৃত্বের স্বাদ নিলেন বর্ষীয়ান এই মার্কিন অভিনেতা। খবরটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম।
জানা গেছে, ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন তার ২৯ বছরের প্রেমিকা নূর আলফাল্লাহ। এই খবর ছড়িয়ে পড়তেই অভিনেতাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তার অনুরাগীরা। আল ও নূর সদ্যোজাত ছেলের নাম রেখেছেন রোমান পাচিনো।
২০২২ সালের এপ্রিল মাস থেকে পাচিনোর সঙ্গে সম্পর্ক রয়েছে নূরের। গত বছর আলের ৮২তম জন্মদিনে প্রথমবার নূরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাকে। করোনার সময় থেকেই একে-অপরের সঙ্গে সময় কাটানোর শুরু। তারপর প্রেম। আর সম্পর্কের বয়স ১ বছর পেরোতে না পেরোতেই দুই থেকে তিন হলেন তারা।
সদ্যোজাত রোমান ছাড়াও আলের আরও তিন সন্তান রয়েছে। যার মধ্যে দুটি সন্তান বেভারলি ডি’অ্যাঞ্জেলোর সঙ্গে এবং একজন জন ট্যারান্টের সঙ্গে। আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর, তার মা অভিনয় প্রশিক্ষক জন ট্যারান্ট। পরের দুটি সন্তান অ্যান্টন ও অলিভিয়া যমজ, যাদের মা ‘গডফাদার’ অভিনেতার প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি’অ্যাঞ্জেলো।
প্রসঙ্গত, আল পাচিনো বাবা হতে চলেছেন এই খবর প্রকাশ্যে আসতেই কম কটাক্ষ হয়নি নেটমাধ্যমে। নূরের সঙ্গে তার বয়সের ফারাক ৫৪ বছরের হওয়া নিয়েও উপহাস করেছিলেন কেউ কেউ।
বাংলাদেশ সময়: ১৩:০৩:১৪ ৮৩ বার পঠিত