বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হংকংয়ে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) এই সেবা চালু করা হয়।
কনসাল জেনারেল ইসরাত আরা, হংকংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ই-পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল কাজী শমসের উদ্দিনসহ পাসপোর্ট অধিদপ্তর নিয়োজিত কারিগরি প্রতিনিধির উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
কনসাল জেনারেল তার বক্তব্যে প্রবাসীদের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন। তিনি হংকং কনস্যুলেটে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করার লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, কনস্যুলার সেবা সহজ করতে কনস্যুলেট সর্বদা সচেষ্ট রয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের সেবা দেওয়া উন্নত এবং সহজতর হবে এবং ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্নেল কাজী শমসের উদ্দিন তার বক্তব্যে পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সার্বিক সহযোগিতার জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানান ও কনসাল জেনারেলকে একটি স্মারক উপহার দেন।
অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতিনিধিদল ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন।
এর আগে তারা দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের ই-পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকংয়ে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেট এবং পাসপোর্ট অধিদপ্তরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে চার প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্টের এনরোলমেন্ট ফর্ম প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কনস্যুলেটের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. কামরুল হাসান।
বাংলাদেশ সময়: ১১:০৪:০৪ ৪ বার পঠিত