বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লা লিগায় গোল করা এবং কম বয়সে এল ক্লাসিকো ও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের মতো রেকর্ড আছে ইয়ামালের দখলে। এবার আরেকটি রেকর্ডে নাম লেখালেন ১৭ বছর বয়সি এই তারকা। সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।
ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সি ফুটবলারদের মধ্যে সেরা ফুটবলারকে ‘গোল্ডেন বয়’ পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র টাট্টোস্পোর্ট। ২০২৪ সালের সেরা হিসেবে বুধবার (২৭ নভেম্বর) ইয়ামালের নাম ঘোষণা করা হয়।
২০২৩ সালে পুরস্কারটির লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইয়ামাল। বছর ব্যাপী দুর্দান্ত পারফরম্যান্সে এবার তিনি উঠে বসলেন সেরার আসনে, ১৭ বছর চার মাস বয়সে। টাট্টোস্পোর্টের নির্ধারিত জুরিদের দেয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০, এর মধ্যে ৪৮৮-ই পেয়েছেন ইয়ামাল।
এই পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়ামাল। তিনি বলেন, ‘এই পুরস্কার জিততে পারা দারুণ এক সম্মানের। একটা স্বপ্ন, আমি খুব খুশি। টাট্টোস্পোর্ট ও বিচারকদের ধন্যবাদ। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সতীর্থ ও কোচদের আমি ভুলতে চাই না। আমি খুব খুশি এবং সামনে আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।’
২০০৩ সালে পুরস্কারটি দেয়া শুরু করে টাট্টোস্পোর্ট। এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়।’ আর বার্সেলোনার চতুর্থ ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন ইয়ামাল। মেসি ও ইয়ামাল ছাড়াও এই পুরস্কার জেতেন গাভি ও পেদ্রি।
বাংলাদেশ সময়: ১০:৫৭:২৯ ১৬ বার পঠিত