২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৪৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে এই সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কাফকো থেকে ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৫.৬২৫ মার্কিন ডলার।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ১০ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমতি দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৪ কোটি ৮৩ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৪৬.৭৫ মার্কিন ডলার।

এছাড়া বৈঠকে গম, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, সরকার অত্যাবশকীয় পণ্যের প্রতি বেশি নজর দিচ্ছে। তাই এসব পণ্য আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৬   ১০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ