আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন করেন শিক্ষক ঐক্য। এ সময় তারা আইনজীবী হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেন ও বক্তব্য রাখেন।
রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী বলেন, বিভিন্নভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। সরকারের নরম নীতির কারণে কিছু মহল বারবার ষড়যন্ত্র করছে। একজন আইনজীবীকে কেন কুপিয়ে হত্যা করা হবে! দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে সরকারকে আহ্বান করছি।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক বলেন, এই মুহূর্তে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। তারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে। অথচ তারা মসজিদ ভাঙল, বাংলাদেশের পতাকার ওপর গেরুয়া পতাকা লাগিয়েছে। এটি সম্পূর্ণ দেশদ্রোহীতার শামিল।
দর্শন বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক জানান, এক পা ভারতে রেখে আপনারা বাংলাদেশের নাগরিক হতে পারেন না। আপনাদেরও তো দেশের প্রতি কিছু দায়িত্ব আছে। আপনারা পার্শ্ববর্তী দেশ ভারতের শক্তিতে বলীয়ান হয়ে যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তা আমরা কোনোভাবেই মেনে নিব না।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩১ ১১ বার পঠিত