জেলা সদরে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবা শাহজাহান গাজী (৫৫) ছেলে ফয়েজ (২৫) ও পারভেজ গাজীকে (২২) গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইনিয়নের শ্রীরামপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার শাহজাহান উপজেলার গাজী শ্রীরামপুর বহরিয়া বাজার এলাকার গাজী বাড়ীর হাকীম গাজীর ছেলে, পারভেজ ও ফয়েজ গাজী শাহজাহান গাজীর ছেলে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, মঙ্গলবার ভোর ৬ টার দিকে লক্ষ্মীপুর ইউনিয়ন এর শ্রীরামপুর গ্রামে টাস্কফোর্স এর অভিযানে ৩ জন আসামী গ্রেফতার ও গাজা ৪৫০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১২৮ পিচ, ডিজিটাল মেশিন ১ টি, মোবাইল ১০ টি, ১৬ হাজার টাকা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৩ ৫ বার পঠিত