প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার

প্রথম পাতা » খেলা » প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪



প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার

রোববার (২৪ নভেম্বর) বিকেলে সৌদি আরবের জেদ্দায় শুরু হবে আইপিএলের মেগা নিলাম। তবে নিলামের দিন সকালে বিসিসিআই নিশ্চিত করেছে যে, প্রথম দিনে কতজন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, প্রথম দিনে আইপিএলের নিলামে থাকবেন ৮৪ জন ক্রিকেটার।

নিলামের প্রথম দিনে কাভার করা হবে মোট ১২টি সেট। বাকিগুলো করা হবে পরের দিন, অর্থাৎ সোমবার (২৫ নভেম্বর)। এছাড়া আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির কাছে আছে ১৪টি আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড। এই কার্ড ব্যবহার করে নিজের দলের পুরোনো ক্রিকেটারকে আবারও দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইাজিগুলো।

নিলামে বিডিং শুরু হবে প্রথম দুটি মার্কি সেট দিয়ে। মার্কি তালিকা দুটি গ্রুপে বিভক্ত, প্রতিটি গ্রুপে রয়েছে ৬জন করে খেলোয়াড়। প্রথম গ্রুপে আছে জস বাটলার, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্ত, কাগিসো রাবাদা, আর্শদীপ সিংহ এবং মিচেল স্টার্ক।

মার্কি সেটের দ্বিতীয় গ্রুপে আছেন যুবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, কেএল রাহুল, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ। প্রথম মার্কি সেট সম্পন্ন হয়ে গেলে লাঞ্চ বিরতি দেয়া হবে। বিরতির পর প্রথমে নিলামে তোলা হবে ক্যাপড ব্যাটারদের। এরপর নিলামে তোলা হবে অলরাউন্ডার এবং উইকেটকিপারদের।

এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে ১৫ মিনিটের একটি বিরতি নেওয়া হবে। এরপর ক্যাপড বোলারদের তোলা হবে নিলামে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, তাদেরকেই ক্যাপড ক্রিকেটার বলা হয়। আর যারা আন্তর্জাতিক ক্রিকেটের অপেক্ষায় আছেন, তাদেরকে বলা হয় আনক্যাপড ক্রিকেটার। প্রথম দিনের শেষভাগে নিলামে তোলা হবে আনক্যাপড ক্রিকেটারদের।

দ্বিতীয় দিনে (সোমবার) নিলামে তোলা হবে ফাফ ডু প্লেসিস, কেইন উইলিয়ামসন, পৃথ্বী শ এবং আজিঙ্কা রাহানের মতো ক্রিকেটারদের। বাকি সব খেলোয়াদেড় নিলামে তোলা হবে দ্বিতীয় দিনে। অন্যদিকে দ্রুত ট্র্যাকিং পর্বের জন্য ফ্র্যাঞ্চাজিগুলোকে ২৫ জন খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:০৫   ৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ